SQL কমান্ড | এসকিউএল কমান্ড
SQL কমান্ড-সমূহ ও SQL কমান্ড এর কাজ :
-
CREATE DATABASE – নতুন ডেটাবেজ তৈরি করে।
CREATE DATABASE : SQL কমান্ড : ডেটাবেজ তৈরি
CREATE TABLE – নতুন টেবিল তৈরি করে।
CREATE TABLE : SQL কমান্ড : টেবিল তৈরি
DROP – টেবিল,ডেটাবেজ ও ইনডেক্স ডিলেট করে।
DROP : SQL কমান্ড : ডিলেট ডেটাবেজ,টেবিল,ইনডেক্স
SELECT – ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার(retrieve) করে।
SELECT : SQL কমান্ড : SQL SELECT স্টেটমেন্ট
DISTINCT – ডেটাবেজ থেকে ইউনিক তথ্য বের করে।
DISTINCT : SQL কমান্ড : SELECT DISTINCT | ইউনিক ডাটা বের করা
UPDATE – ডেটাবেজের তথ্য আপডেট করে।
DELETE – ডেটাবেজ থেকে তথ্য ডিলেট করে।
INSERT INTO – ডেটাবেজে নতুন তথ্য প্রবেশ করায়।
INSERT INTO : SQL কমান্ড : ডেটা ইনসার্ট
ALTER DATABASE – ডেটাবেজ পরিবর্তন করে।
ALTER TABLE – টেবিল পরিবর্তন করে।
CREATE INDEX – ইন্ডেক্স তৈরি করে।
DROP INDEX – ইন্ডেক্স ডিলেট করে।
USE – ডিফল্ট ডেটাবেজ সিলেক্ট করে।
DESCRIBE – ডেটাবেজের টেবিলের গঠন দেখায়।
-
WHERE - কেবল শর্ত পূরন হলেই আপনি আপনার নির্দিষ্ট আউটপুট পাবেন।
WHERE : SQL কমান্ড : SQl WHERE
0 Comments